বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রসূতির জীবনের দাম ৬০ হাজার টাকা!

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ফজিলা খাতুন (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ৬০ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।  গত  রবিবার এ টাকা দিয়ে মৃত্যুর অভিযোগ তুলে নিতে বাধ্য করে ক্লিনিক কর্তৃপক্ষ। ফজিলা আদিতমারী উপজেলার কুমড়িরহাট এলাকার নুরুজ্জামানের স্ত্রী। টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার বিষয়টি অস্বীকার করে নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারমালিক সামসুল আলম জানান, অসুস্থ হওয়ায় ফজিলাকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, ফজিলার সদ্য জন্ম দেওয়া সন্তান প্রতিপালনের জন্য ক্লিনিক কর্তৃপক্ষ তার পরিবারকে ৬০ হাজার টাকা দিয়ে অভিযোগটির মীমাংসা করেছে। পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নজর রাখতে ক্লিনিক কর্তৃপক্ষকে বলা হয়েছে। লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাশেম আলী বলেন, ‘ফজিলার মৃত্যু বিষয়টি লোকমুখে শুনেছি। নিরাময় ক্লিনিকসহ সব ক্লিনিককে সতর্কতামূলক চিঠি পাঠানো হচ্ছে’। ফজিলার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ অক্টোবর শহরের নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ডা. সিরাজুল ইসলাম অস্ত্রোপচার করলে ছেলে সন্তানের জন্ম দেন ফজিলা। এরপর থেকে সুস্থই ছিলেন মা ও নবজাতক। পর দিন বিকালে হঠাৎ অসুস্থতায় ছটফট করতে শুরু করেন ফজিলা। স্বজনরা ক্লিনিকে কর্তব্যরতদের বিষয়টি জানালে তারা এটি স্বাভাবিক নিয়ম বলে এড়িয়ে যান। কিছুক্ষণ পর আবারও জানালে একজন আয়াকে দেখে আসার জন্য ফজিলার বেডে পাঠান কর্তব্যরতরা। এরপরই ফজিলার মৃত্যু হয়। দায় এড়াতে তড়িঘড়ি করে মৃত ফজিলাকে  রংপুর মেডিকেলে পাঠায়।

সর্বশেষ খবর