বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
১৪৪ ধারা ভঙ্গ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ

উপজেলা চেয়ারম্যানসহ তিন হাজার জনের নামে মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে এসআই রিয়াজ উদ্দিন মামলাটি করেন। পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেণুকে হুকুমের আসামি করে ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুই-তিন হাজার জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু গত সোমবার বিকালে স্থানীয় ঈদগাহে সমাবেশ আহ্বান করেন। প্রায় এক মাস আগে সমাবেশ ডেকে তিনি ব্যাপক প্রস্তুতিও নিয়েছিলেন। অপরদিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন সমর্থিত ছাত্রলীগ ও যুবলীগ এক দিন আগে একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করে। এ পরিপ্রেক্ষিতে প্রশাসন রবিবার রাত ১০টা থেকে পাকুন্দিয়া ঈদগাহসহ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। সোমবার বিকালে ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা চেয়ারম্যান রেণুর কয়েক হাজার সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় এক কনস্টেবল ও ৪০ মিছিলকারী আহত হন।

সর্বশেষ খবর