বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৫৭ ধারার মামলায় সাংবাদিক জেলে

কুড়িগ্রাম প্রতিনিধি

৫৭ ধারায় দায়ের হওয়া মামলায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাংবাদিক আনিছুর রহমানকে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে গতকাল কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। আনিছুর রাজীবপুর উপজেলার কোদালকাটি মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক সংবাদ-এর রৌমারী প্রতিনিধি। রৌমারী থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে তা রৌমারী উপজেলার ধনারচর হাটখোলাপাড়া গ্রামের আবদুল্লাহ হকের ছেলে সুমন মিয়া (২৫) ও কর্তিমারী গ্রামের ইস াফিল হকের ছেলে আনিছুর রহমান ফেসবুকে পোস্ট করেন। পরে ছবি বিকৃতির প্রমাণসহ ৮ অক্টোবর রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় যাদুরচর ইউনিয়নের ধনারচর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ কামাল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি আইনে মামলার অনুমতি চেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন জানানো হয়। পুলিশ সদর দফতরের অনুমতি পাওয়ার পর মামলা রেকর্ড করে আনিছুরকে আটক করে পুলিশ। আটক আনিছুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর