বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধুনট উপজেলায় ‘জিনের বাদশা’ পরিচয়দানকারী দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাহাটা বাজার এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল মামলা করে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন— নেত্রকোনা আটপাড়া আওয়াল খানের ছেলে রফিকুল ও চট্টগ্রামের সাতকানিয়ার আবদুল হাকিমের ছেলে শামছুল। পুলিশ জানায় রফিকুল ও শামছুল নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। জানা যায়, ধুনটের সোনাহাটা বাজার এলাকার শাহাদত হোসেনের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় রফিকুল ইসলামের। এক সপ্তাহ ফোনে আলাপচারিতায় রফিকুল নিজেকে জিনের বাদশা পরিচয় দেয় এবং শাহাদতের ওপর জিনের বাদশার সুদৃষ্টি পড়েছে বলে জানায়। মঙ্গলবার রাতে রফিকুল ও তার সহযোগী শামছুল শাহাদতের বাড়িতে আসে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে দুজনকে আটক করে থানায় দেয়।

সর্বশেষ খবর