শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তালতলী থানা হাজতে আসামি নির্যাতন

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী থানাহাজতে শুক্রবার চুরির অভিযোগে জামাল (২৫) নামে এক আসামিকে ঘুষের টাকা না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। জামালের বাবা ইসমাইল হোসেন বরিশাল বিভাগীয় ডিআইজি ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে একটি মোটর বাইক চুরির অভিযোগে তার ছেলেকে পুলিশ থানায় নিয়ে আসে। রাতেই ছেলেকে ছাড়ানোর জন্য ইসমাইল হোসেন থানায় এলে এসআই জসিম উদ্দিন ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা পেলে জামালকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। রাতেই এসআই জসীম উদ্দিনকে নগদ ১০ হাজার টাকা দেন। বাকি ২০ হাজার টাকা শুক্রবার ১০টার মধ্যে দেওয়ার কথা থাকলেও দিতে না পারায় এসআই জসীম উদ্দিন ক্ষিপ্ত হয়ে হাজতখানায় ঢুকে জামালকে নির্যাতন চালায়। ছেলের চিৎকার শুনে ইসমাইল হোসেন হাজতখানার সামনে গেলে তাকেও গালাগালি করেন এসআই জসীম। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেস চন্দ  হালদার বলেন, নির্যাতন এবং ঘুষ দাবির অভিযোগটি সত্য নয়। জামালের কাছ থেকে দুটি চোরাই অটোবাইক উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর