শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রবাসে থেকেও মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মানুষ পুলিশি হয়রানির শিকার। যারা ঘটনার শিকার তাদের বিরুদ্ধেই বিস্ফোরক আইনে কাউন্টার মামলা নিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসে রয়েছেন এমন দুজনকেও মামলায় আসামি করা হয়েছে। আর এ মামলায় জেল খাটেন ১৩ জন। কিন্তু যারা হামলা-ভাঙচুর, লুটপাট, মারধর করেছে তারা পুলিশের ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অভিযোগ উঠেছে, পুলিশ আইনানুসারে বিস্ফোরক আইনে মামলার জন্যে ইউনিট প্রধানের মৌখিক অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও নবীনগর থানার ওসি তা মানছেন না।  পূর্ব বিরোধের ঘটনায় গত ৯ অক্টোবর ভোরে আশ্রাফপুর গ্রামে অজি বাড়ি ও সাব বাড়ির প্রায় শতাধিক বাড়িতে নির্বিচারে হামলা হয়।

এ ঘটনায় ১১ অক্টোবর অজিবাড়ির ফাইজুল হক নবীনগর থানায় ৮২ জনকে আসামি করে মামলা করেন। এর দু’দিন পর হামলাকারীরা বিস্ফোরক আইনে কাউন্টার ২৯ জনকে আসামি করে মামলা করেন। নবীনগর সার্কেলের এএসপি চিত্তরঞ্জন পাল বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। মামলাটির তদন্ত হচ্ছে। বিস্ফোরক আইনের মামলা নেওয়ার বিধিবিধান সম্পর্কে বলেন, ওসির কাছে অভিযোগ দিয়েছে, ওসি মামলা নিয়েছে।

সর্বশেষ খবর