শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিকৃষ্ট হত্যাকাণ্ড হচ্ছে জেলহত্যা

------------------ ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট হত্যাকাণ্ড হচ্ছে জেলহত্যা। সবচেয়ে নিরাপদ জায়গা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর নির্দেশে তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন বলেই তাদের হত্যা করা হয়। জেলহত্যাকারী ও ষড়যন্ত্রকারী দোসরদের ক্ষমা হবে না। জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাপ্টেন তাজ বলেন, ষড়যন্ত্র-চক্রান্তকারীরা এখনো বসে নেই। স্বাধীনতার পরাজিত শক্তি জামায়াতকে নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র করছেন। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, ভাইস চেয়ারম্যান মিন্টুর রঞ্জন সাহা প্রমুখ। এছাড়া গতকাল বিকালে বাঞ্ছারামপুর সদর উপজেলার হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল খেলায় ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

সর্বশেষ খবর