শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

কক্সবাজারে গৃহবধূ খুন

উখিয়ার উপজেলা হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে ফুফু’র বাড়িতে বেড়াতে এসে স্বামীর হাতে নববধূ রাবিয়া বশরী (১৮) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনতা স্বামী দিল মোহাম্মদকে (২৮) হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল সন্ধ্যা ৭টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

—কক্সবাজার প্রতিনিধি

দম্পতির সর্বস্ব ছিনতাই

কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে পর্যটক দম্পতি ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকরীদের ছুরিকাঘাত ও পিটুনিতে চারজন আহত হন। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

—চকরিয়া প্রতিনিধি

বিদ্যুত্স্পৃষ্টে নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে গতকাল বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. জাহাঙ্গির আলম (৫০)। জানা যায়, বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তিন ভাইকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ  করে প্রতিপক্ষের লোকজন তিন ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার  দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।   রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 —রূপগঞ্জ প্রতিনিধি

গণসংযোগ

কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা ও কুমিল্লা-২ তিতাস-হোমনা আসনে ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা ও গণসংযোগে নির্বাচনী এলাকা মুখরিত। কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নাঈম হাসান সপ্তাহে দু’দিন নিজ এলাকায় গণসংযোগ করছেন। আওয়ামী লীগ থেকে অপর মনোনয়নপ্রত্যাশী হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল মান্নানও নিয়মিত গণসংযোগ করছেন। কুমিল্লা-২ তিতাস-হোমনা আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

—দাউদকান্দি প্রতিনিধি

মির্জাপুরে বর্ধিত সভা

সম্মেলনের ৩৪ মাস পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের প্রথম বর্থিত সভা হয়েছে। এ সভায় অনেক আওয়ামী লীগ নেতাকেই জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। এ কারণে অনেক নেতাই বর্ধিত সভায় উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে। শুক্রবার সকালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

—টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর