শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

প্রতিদিন ডেস্ক

প্রশাসনের হস্তক্ষেপে গতকাল চট্টগ্রামের আয়োয়ারায় ৯ম শ্রেণির ও নোয়াখালীতে ৭ম শ্রেণির ছাত্রী এবং সিরাজগঞ্জের কামারখন্দে জেডিসির এক পরীক্ষার্থী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে। চট্টগ্রাম : আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের গতকাল কনের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মবিন। এ সময় কনের বাবা-মাকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দিতে পরামর্শ দেন। কনে স্থানীয় মাহতা পাটনিকোঠা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির এক ছাত্রী। কোম্পানীগঞ্জের ইউএনও কার্যালয়ে গিয়ে ভগ্নিপতি বেলায়েত হোসেন মেয়ের বয়স ১৮ পূর্ণ বিয়ে না দেওয়া এবং বর মহিউদ্দিনও বিয়ে করবে না বলে মুচলেকা দেন। সিরাজগঞ্জ : কামারখন্দ উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুমি খাতুন (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থী। সুমি উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মধ্য ভদ্রঘাট গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও মধ্য ভদ্রঘাট ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় ইউএনও এই বিয়ে বন্ধ করেন। সুমির বাবা ১৮ বছরের নিচে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।

সর্বশেষ খবর