শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভৈরব দ্বিতীয় রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভৈরব দ্বিতীয় রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল

কিশোরগঞ্জের ভৈরবে দ্বিতীয় রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলাচলের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়। ট্রেনটি চট্টগ্রাম থেকে যাত্রা করে সরাসরি ঢাকায় যায়। আগামী ৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। গতকাল সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রেলওয়ের মহা ব্যবস্থাপক ও সেতু প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই। বাংলাদেশ ও ভারতের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। মেঘনা নদীর ওপর ৯৮২ দশমিক ২ মিটার দীর্ঘ রেলসেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৬৭ কোটি টাকা। সেতুর ১২টি পিলারের মধ্যে ৮টি মেঘনা নদীতে পড়েছে। ভৈরব ও আশুগঞ্জ সীমানায় রয়েছে আরও ৪টি পিলার। রেলওয়ে সূত্রে জানা গেছে, সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হলে কোনো প্রকার ক্রসিংয়ে পড়তে হবে না। এতে করে কম সময়ে ঢাকা থেকে  চট্টগ্রামে যাতায়াত করা যাবে।

সর্বশেষ খবর