রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিলুপ্ত ছিট দাশিয়ারছড়ার মাধ্যমিক শিক্ষকদের মানবেতর জীবন

উপবৃত্তি পায় না আট শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি

বদলে যেতে শুরু করেছে বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার শিশুদের শিক্ষাজীবন। বাড়ির কাছে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় এখন লুকোচুরি করে বাংলাদেশের ভূখণ্ডে গিয়ে পড়তে হচ্ছে না তাদের। এখানকার তিনটি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়গুলো এমপিওভুক্তির সরকারি সিদ্ধান্ত ঝুলে থাকায় মানবেতর জীবনযাপন করছেন অর্ধশতাধিক শিক্ষককে। সেই সঙ্গে মাধ্যমিকের আট শতাধিক শিক্ষার্থীর ভাগ্যে জুটছে না উপবৃত্তি। ফলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিলুপ্ত ছিটমহল বিনিময় কমিটির দাশিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি আলতাফ হোসেন জানান, বাংলাদেশি ভুখণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর স্বেচ্ছাশ্রম দিয়ে খেয়ে না খেয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আড়াই বছর ধরে শিক্ষকতা করলেও এখনো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা অর্থকষ্টে আছেন। এছাড়া বিলুপ্ত ছিটের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে উপবৃত্তি না পাওয়ায় দরিদ্র মা-বাবা সন্তানদের কাছাকাছি স্কুলে ভর্তি করিয়ে পরেছেন বিপাকে। কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতির বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও দেওয়া হয়েছে। আশা করছি তারা খুব শীঘ্রই উপবৃত্তিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট বাংলাদেশের মূল ভুখণ্ডে যুক্ত হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনযাত্রা। এখনে সরকারি উদ্যোগে বিদ্যুৎ সরবরাহ, রাস্তা নির্মাণ, স্মার্টকার্ড বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সরকারি বিভিন্ন প্রণোদনায় সম্পৃক্ত করা হয় অধিবাসীদের। এছাড়া বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় সরকারিভাবে গড়ে ওঠে তিনটি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের অবকাঠমো তৈরি শেষ পর্যায়ে। আগামী জানুয়ারি থেকে চালু হবে এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে এখানে পাঁচটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার কার্যক্রম শুরু করা হয়। মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে অর্ধশতাধিক শিক্ষক বিনা বেতনে পাঠদান করাচ্ছেন। স্বীকৃতির কাগজাদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও দীর্ঘসূত্রতার কারণে দীর্ঘ আড়াই বছর ধরে তারা অর্থকষ্টে রয়েছেন।

সর্বশেষ খবর