রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ওসির অপসারণ দাবি ‘নির্যাতিতদের’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর থানার ওসি আসলাম সিকদারের অপসারণ চেয়েছেন ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের ‘নির্যাতিত’ লোকজন। এ উপলক্ষে গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। গ্রামবাসী পক্ষে লিখিত বক্তব্যে ফায়জুল বলেন, ‘পূর্ববিরোধের জেরে গত ৯ অক্টোবর আশ্রাফপুর গ্রামের মেম্বার বাড়ির আমজাদ হোসেনের নেতৃত্বে অজি বাড়ি ও সাব বাড়ি শতাধিক ঘর-বাড়িতে হামলা ও লুটপাট হয়। এ ঘটনায় ৮২ জনের বিরুদ্ধে মামলা হয় নবীনগর থানায়। ১৪ অক্টোবর মেম্বার বাড়ির আক্তার হোসেন আমাদের ২৯ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে পাল্টা মামলা করেন। নবীনগরের ওসি উদ্দেশ্যমূলকভাবে কোনো তদন্ত ছাড়াই বিস্ফোরক আইনে আমাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করেন।’ সংবাদ সম্মেলনে ওসি আসলাম সিকদারের বিরুদ্ধে পক্ষপাততুষ্ট আচরণের অভিযোগ এবং বিভিন্ন সময় লোকজনকে হুমকিসহ গুলি করে মারার অভিযোগ আনা হয়। আসলাম সিকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ খবর