রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্থায়ী ক্যাম্পাসে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ১৮ সালে

—মঞ্জুরি কমিশন চেয়ারম্যান

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুল মান্নান জানিয়েছেন, ২০১৮ সালের মধ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। 

তিনি গতকাল সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত ভুমিস্বত্ব হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান। তিনি উল্লেখ করেন, পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এ বিশ্ববিদ্যালয়ের হলে সবার আগে উপকৃত হবেন পার্বত্যাঞ্চলের মানুষ। তাদের সন্তানরা ঘরে বসে উচ্চ শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে। তাছাড়া শিক্ষার উন্নয়ন হলে এলাকারও উন্নয়ন হয়। আর এসব উন্নয়নের সুবিধাভোগ করবে এ অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠী। এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর