রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই বছরেও হয়নি কনস্টেবল মুকুল হত্যার চার্জশিট

সাভার প্রতিনিধি

২০১৫ সালের ৪ নভেম্বর আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের নন্দন পার্কের সামনে বাড়ইপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান কনস্টেবল মুকুল হোসেন। চাঞ্চল্যকর এই হামলার দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া দাখিল করা হয়নি মামলার চূড়ান্ত প্রতিবেদনও। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলাটি এখনও তদন্তাধীন। এ ধরনের মামলা অত্যন্ত স্পর্শকাতর বিধায় মামলাটির তদন্ত হচ্ছে সুচারুরূপে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক সানা শামীনুর রহমান বলেন, সব মামলায় দ্রুত চার্জশিট দেওয়া যাবে— এমনটা নয়। এদিকে কনস্টেবল মুকুল হত্যার দিনে শিল্প পুলিশের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে ‘শহীদ মুকুল হোসেন ব্যারাক’ নামে একটি ব্যারাক তৈরির জন্য সুপারিশ করা হয়েছে। যা অতি শিগগির বাস্তবায়ন করা হবে বলে জানান শামীনুর।

সর্বশেষ খবর