রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রিজ ধসে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের বরমীতে যাওয়ার সর্বশেষ বিকল্প গোসিঙ্গা-বরমী সড়কের ব্রিজটিও শনিবার দুপুরে ধসে গেছে। ফলে শ্রীপুর উপজেলা সদর থেকে বরমী ও শীতলক্ষ্যা নদীর উপর নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সেতুতে উঠার সরাসরি কোনো রাস্তা রইল না। ঘুরে যেতে হবে অতিরিক্ত ৩০ কিলোমিটার পথ। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এই সেতু দিয়ে চলাচলকারী ৫০ হাজার মানুষ। স্থানীয়দের ভাষ্য, শ্রীপুরের সঙ্গে বরমী ইউনিয়ন ও পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে প্রায় দুই বছর ধরে। কয়েক হাজার লোক প্রতিদিন বিকল্প বরমী-গোসিঙ্গা সড়ক ব্যবহার করে যাতায়াত করতেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সেতুটি আকস্মিক ধসে পড়ে। শ্রীপুর উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, বরমীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে। যানবাহনের অতিরিক্ত চাপে পুরাতন ব্রিজটি ভেঙে পড়ে। জনদুর্ভোগ লাঘবে ব্রিজটি নির্মাণের জন্য খুব দ্রুত দরপত্র আহ্বান করা হবে।

সর্বশেষ খবর