সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বাঁধে ধস

নির্ঘুম রাত কাটছে নদী তীরের বাসিন্দাদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের শহর রক্ষাবাঁধের চারটি পয়েন্টে ধস নেমে প্রায় ৫০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের পর পাউবো সঠিক তদারকি বা সংস্কার না করায় এ ধস দেখা দিয়েছে। বাঁধে ধস অব্যাহত থাকায় কয়েকটি গ্রামের বসতভিটা, ফসলি জমি, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বহু স্থাপনা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় নির্ঘুম রাত কাটছে নদীতীরের মানুষগুলোর। জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে পাবনা বেড়া উপজেলার বিনোটিয়া পর্যন্ত ১০ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধ ২০১১ সালে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নির্মাণের পর ছয় বছরে বাঁধের বিভিন্ন স্থানে ত্রুটি দেখা দিলেও সংস্কার করা হয়নি। এ অবস্থায় গত বৃহস্পতিবার বাঁধের শাহজাদপুর ভাটপাড়া পয়েন্টে চারটি স্থানে ধস দেখা দেয়। স্থানীয় পোরজোনা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল জানান, বাঁধটি সংস্কারের পাশাপাশি ভাঙনরোধে ব্যবস্থা না নিলে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ বসতবাড়ি-আবাদি জমি হারিয়ে নিস্ব হয়ে যাবে। কৈটোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। বাজেট বরাদ্দ হলেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। লক্ষ্মীপুরে মেঘনায় বিলীন বিস্তীর্ণ জনপদ : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, মেঘনার ভয়াবহ ভাঙনে বিলীন হয়ে গেছে রামগতি ও কমলনগরের বিস্তীর্ণ জনপদ। নতুন করে হুমকির মুখে রয়েছে কমলনগরের পাঁচ ইউনিয়নের বেশকিছু এলাকা। সম্প্রতি ভাঙন প্রতিরোধে কমলনগরে এক কিলোমিটার নদীতীর রক্ষা বাঁধ নির্মাণ শুরু হলেও তা শেষ না হতেই ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গত কয়েক বছরে মেঘনার ভাঙনে বিলীন হয়েছে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এখনও ভাঙছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে রয়েছে কমলনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা, হাজির হাট বাজারের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

সর্বশেষ খবর