সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

২৬ ঘণ্টায় সড়কে ঝরল ১৩ প্রাণ

প্রতিদিন ডেস্ক

আট জেলায় ২৬ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। পাবনা প্রতিনিধি জানান, সদর উপজেলার মালিগাছা মজিদপুরে গতকাল বেলা ১২টার দিকে বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও আহত হয়েছেন ছয়জন। নিহতদের মধ্যে একজন নছিমন চালক রোকন আলী (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার মনছের আলীর ছেলে। অপরজনের নাম সম্রাট। তার পরিচয় জানা যায়নি। কিশোরগঞ্জ : হোসেনপুরে দুপুরে ইঞ্জিনচালিত টমটমচাপায় আতিকুর রহমান (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আতিকুর হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের আব্দুল হেকিমের ছেলে। অপরদিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কড়িয়াইলে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় মারা গেছেন তাজুল ইসলাম (৭০) নামে এক পথচারী। সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় গতকাল ভোরে ট্রাক উল্টে দুজনের প্রাণহানি ঘটেছে। চট্টগ্রাম : নগরীর আখতারউজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় রেদোয়ান (২৫) নামে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। হবিগঞ্জ : বাহুবল উপজেলার মিরপুরে লরিচাপায় তানজিম আহমদ দিনার নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দিনার রঘুরামপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। নোয়াখালী : হাতিয়া উপজেলার নলচিরা-ওছখালী সড়কে সকালে মোটরসাইকেলের ধাক্কায় সেলিম উদ্দিন (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুরে শনিবার রাতে বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বাড়ির ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইসরাত জাহান নিশি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার ভাই আরমান গুরুতর আহত হন।

কুমিল্লা : দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রবিবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার মোবারকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক রাসেল মিয়া ও আবু মিয়া নামে এক কৃষক।

সর্বশেষ খবর