সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অনিয়মের অভিযোগে চাল বিতরণ বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভিজিডি কার্ডে দুস্থদের মাঝে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রবিবার কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে চাল বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।  জানা যায়, রবিবার কাশিয়ানী ইউনিয়নে ২৬৬ জন দুস্থ মাতার মধ্যে ভিজিডি কার্ডের চাল বিতরণ চলছিলো। এ সময়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ মোহাম্মদ শিপন প্রতি কার্ডে ৩০ কেজির পরিবর্তে ২৬/২৭ কেজি চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে ইউএনও মাঈন উদ্দিন তাত্ক্ষণিক কয়েকজন চেয়ারম্যানকে নিয়ে সভা করেন এবং গুদাম কর্মকর্তা আব্দুর রশিদ শেখকে ডেকে পাঠান। কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, তারা সরকারি গোডাউন থেকে ৩০ কেজি চালের বস্তা এনে কার্ডধারীদের মাঝে বিতরণ করেন। গুদাম থেকেই বস্তায় চাল কম দেওয়া হয়। ভাটিয়াপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুর রশিদ জানান, তিনি চাল কম দেননি। গুদাম থেকে চেয়ারম্যানরা চাল বুঝে নিয়েছেন। পরে যদি তারা বলেন, বস্তায় চাল কম রয়েছে তা আইনত গ্রাহ্য হওয়ার কথা নয়। সাজাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম জানান, তারা সরল বিশ্বাসে ৩০ কেজি চালের বস্তা নিয়েছেন। গোডাউন থেকে বস্তায় চাল কম দেবে আর চেয়ারম্যানরা চোর সাজবে এটা হতে পারে না।

সর্বশেষ খবর