সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

স্কুলের জমি বিক্রি মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় গিরিধারায় আবাসিক এলাকায় রমজান আলী চিশতি উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রি করে দেওয়ার ঘটনায় স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্কুলটির পরিচালনা কমিটির সহসভাপতি হাজী শাহাদাত চৌধুরী। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্কুলটির পক্ষে মামলাটি দায়ের করা হয়। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিন চাঁদাবাজ গ্রেফতার

রূপগঞ্জে ওয়াটা কেমিক্যাল নামে একটি  শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো— নয়ন, সাইফুল, সুরুজ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

—রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মাদকের টাকা না পেয়ে রান্নাঘরে আগুন

বরিশালের গৌরনদীতে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগে সবুজ কুমার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আটক করা হয়। আটক সবুজ উপজেলার চাঁদশী গ্রামের জীবন কুমার গাইনের ছেলে। —নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরগুনায় বেড়িবাঁধ দাবি

সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী বাজার ও দক্ষিণ তেতুলবাড়ীয়া গ্রাম বিষখালী নদী ভাঙন প্রতিরোধে সরকারের ব্যবস্থা গ্রহণের দাবিতে মাবনবন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০টায় গুলিশাখালী বাজারে এ মানববন্ধন করা হয়। —বরগুনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর