সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রী উত্ত্যক্তের জেরে নোবিপ্রবি রণক্ষেত্র

নোয়াখালী প্রতিনিধি

ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও ব্যাপক ভাঙচুর হয়েছে। এ ঘটনায় চার শিক্ষার্থীসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের জেরে স্থানীয় ট্রাক্টর চালক ছাত্তার মিয়ার ছেলে তুষারকে মারধর করে এক শিক্ষার্থী। এ ঘটনার জেরে গতকাল এক ছাত্রকে পিটিয়ে আহত করে বহিরাগতরা। খবর পেয়ে শিক্ষার্থীরা স্থানীয় ছাত্তার মিয়া ও জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে। পরে এলাকাবাসী ক্যাম্পাসে ঢুকে পাল্টা হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। চাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের গাড়ি ও দোকানপাট। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে আহত হন চার শিক্ষার্থীসহ ১০ জন। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর