সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে ইউপিডিএফের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ইউপিডিএফের কয়েকটি আস্তানা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। নিরাপত্তাবাহিনীর তথ্য সূত্র জানা গেছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে করল্যাছড়ির কয়েকটি স্থানে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপ গোপন বৈঠক করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে বাঘাইহাট জোন অধিনায়কের নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি দল। এ সময় তারা ইউপিডিএফের চারটি স্থানে একে একে অভিযান পরিচালনা করে। এসময় সশস্ত্র গ্রুপের সদস্যরা নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সর্বশেষ খবর