সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মৌলভীবাজার হবিগঞ্জে মনিপুরী রাস উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আয়োজিত মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব মহারাসলীলা শেষ হয়েছে। প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। মহারাসলীলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল রাসনৃত্যের। বর্ণিল এই উৎসবে হাজির হন দেশ-বিদেশের হাজারো দর্শক। মহারাসলীলা উৎসবের প্রধান পরিবেশনা ছিল ঐতিহ্যবাহী রাসনৃত্য। মনিপুরী নৃত্যের ধ্রুপদী ভঙ্গিমায় গোপিনীবেশি কিশোরীরা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কৃষ্ণ বন্ধনায় করেন নৃত্য পরিবেশনা। সঙ্গে রংবেরঙের সাজ আর বাদ্যের বাদনে সৃষ্টি হয় অভূতপূর্ব আবহের। রাসলীলা উৎসবকে ঘিরে নান্দনিক সাজে সেজেছিল মৌলভীবাজার কমলগঞ্জের আদমপুর ও মাধবপুরের মনিপুরী গ্রামগুলো। মণ্ডপে মণ্ডপে রাধা-কৃষ্ণের পূজার্চনার মধ্যদিয়ে শুরু হয় রাসলীলা উৎসব। সকাল থেকে কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশিত হয়। চলে গোধূলী পর্যন্ত। মধ্যরাতে শুরু হয় অন্যতম আকর্ষণ রাসনৃত্য, যা মনিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্ব শৈলী। এখানে রাধা মর্ত্যের মানবী আর কৃষ্ণ পরমসত্তা। আর তাদের প্রেমোপাখ্যানকে কেন্দ্র করেই উৎসবের সব পর্যায়ে সম্পন্ন হয়। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে সনাতনজীর মণ্ডপে মেইথেই মনিপুরী সম্প্রদায় প্রতিবারের মতো এবারও রাস উৎসব পালন করেছে। তবে তারা এক দিনের অনুষ্ঠান করে।

সর্বশেষ খবর