মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে ৩০ পরিবার

শ্রীমঙ্গল রেলস্টেশন

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনের আবাসিক গ্যাস সংযোগ রবিবার সকালে বিচ্ছিন্ন করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন সেখানে বসবাসরত ৩০টি পরিবার। স্থানীয় গ্যাস অফিস থেকে জানানো হয়েছে, বিল বকেয়া থাকার কারণে সংযোগ কেটে দেওয়া হয়েছে। তবে স্টেশন কর্মকর্তারা জানান, তাদের জানা মতে গ্যাস বিল বকেয়া থাকার কথা নয়। কারণ তাদের প্রতি মাসের বেতন থেকে গ্যাস বিল কেটে রাখা হয়। শ্রীমঙ্গল রেল স্টেশনের আওতায় রয়েছে স্টেশন মাস্টারের কোয়াটার, বুকিং সহকারী, জিআরপি থানা ও ইঞ্জিনিয়ারিং স্টাফ কোয়াটার। জিআরপি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের গ্যাস বিল পরিশোধ রয়েছে। গত রবিবার ১৮ মাসের বিল বকেয়া রয়েছে বলে গ্যাস অফিসের লোকেরা সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার স্টাফরা দুই দিন ধরে হোটেলের খাবার খাচ্ছেন’। ঊর্ধ্বতন প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বকেয়া পরিশোধের জন্য ঢাকায় যোগাযোগ করেছি। তাদের ডিমান্ড এক লাখ ৭৪ হাজার টাকা। আমরা আপাতত এক লাখ ৪৯ হাজার পরিশোধ করেছি। বাকি টাকা পরিশোধ করবো। গ্যাস অফিসে অনুরোধপত্র পাঠানো হয়েছে সংযোগ দেওয়ার জন্য।  বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা (পূর্ব) কামরুন নাহার বলেন, ‘গ্যাস বিল বকেয়া থাকার কথা নয়। সরকারি বাসাবাড়িতে লাইন কাটারও কথা না।  খোঁজ নিয়ে দেখবো কোথায় সমস্যা হয়েছে’। 

সর্বশেষ খবর