মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পৌর কর্মকর্তা কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালন

প্রতিদিন ডেস্ক

বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে গতকাল অর্ধদিবস কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী হলেও রাজস্ব তহবিল থেকে তাদের বেতন-ভাতা দেওয়া হয় না। দিনের পর দিন তারা অবহেলিত রয়েছেন। তাদের দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন। নিজস্ব প্রতিবেদক প্রতিনিধিদের পাঠানো খবর— টাঙ্গাইল পৌরসভার সামনে কর্মবিরতি চলাকালে পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ফরিদপুর সমাবেশের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। ঠাকুরগাঁও পৌর চত্বরে বিভিন্ন ব্যানার নিয়ে কর্মবিরতিতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা। মাগুরা পৌর সভার প্রধান গেটে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। বগুড়া পৌরসভা চত্বরে সকাল থেকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এছাড়া মেহেরপুর, দিনাজপুর, বাগেরহাট, শেরপুরের নালিতাবাড়ী, টাঙ্গাইলের সখীপুর, জামালপুরের মাদারগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, বান্দরবানের লামা, পিরোজপুরের মঠবাড়িয়া, মাদারীপুরের কালকিনি ও ময়মনসিংহের ভালুকায় একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ খবর