মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আটক দুই উকিলসহ চারজন জেলহাজতে

সুনামগঞ্জ প্রতিনিধি

জালিয়াতির মাধ্যমে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের হিসাব শাখা থেকে জমি অগ্রক্রয় মামলার ছয় বিচারপ্রার্থীর জমা ১৭ লাখ ৭৭ হাজার ৫৭৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক দুই আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেলহাজতে পাঠিয়েছে আদালত। সুনামগঞ্জ জেলা জজ ও দায়রা জজ আদালতের নায়েব নাজির শিফাত শাহরিয়ার সোমবার বিকালে সদর থানায় চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।  রবািবার বিকাল ৪টায় আদালতে বিচারপ্রার্থীর জমি অগ্রক্রয় মামলার জমা টাকা আত্মসাতের অভিযোগে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী ও যুবলীগ নেতা অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম এবং আদালতের হিসাবরক্ষক ঘেনু চন্দ  রায়কে আদালত এলাকা থেকে আটক করে পুলিশ।

ঘটনায় জড়িত মামলার অপর আসামি সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অবরসপ্রাপ্ত কর্মচারি আব্দুস সোবহানকে পুলিশ গত রাতে ফেনী থেকে আটক করে সুনামগঞ্জে নিয়ে আসে।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে আদালত ও আইনজীবীদের প্রতি সাধারণ মানুষের আস্থার জায়গাটা সুরক্ষিত থাকে।

সর্বশেষ খবর