মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেলে নিওনেটাল বিভাগ চালু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু করা হয়েছে। গতকাল বিকালে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ময়মনসিংহ মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের সিনিয়র নির্বাহী ডা. মো. লিপু সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএমএ-এর সভাপতি ডা. মাহবুব ইকবাল, ডা. দীন মোহাম্মদ, ডা. হাবিবুর রহমান, ডা. নজরুল ইসলাম ফকির. ডা. মো. মহসীন. ডা. সুফিয়া খাতুন ও ডা. এম.্ এ. ওয়াহাব বাদল। শ্বাসকষ্ট, কম ওজন ইত্যাদি সমস্যা নিয়ে জন্ম নেওয়া বাচ্চাদের জন্মের পর ২৮ দিন পর্যন্ত নিওনেটাল বিভাগে চিকিৎসা দেওয়া হবে।

সর্বশেষ খবর