মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
দুটি হত্যা মামলার রায়

দুজনের ফাঁসি যাবজ্জীবন ২

গাজীপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল কর্মী আমির হোসেন রিংকু হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল আমিন বরিশাল কোতোয়ালি থানার শাহজাহান ফকিরের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— টঙ্গীর মরকুন টেকপাড়ার আজগরের ছেলে রকি ও ব্রাহ্মণবাড়িয়ার কসবার ফজু মিয়ার ছেলে কাকন। পূর্ববিরোধের জেরে ২০১৫ সালের ১২ জুন খুন হয়েছিলেন রিংকু।

এদিকে গোপালগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী মশিউর রহমানকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। গতকাল বিকালে বিচারক দলিল উদ্দিন এ রায় ঘোষণা করেন। জানা যায়, ২০০৫ সালের ২৭ নভেম্বর চর-মানিকদাহ গ্রামের মফিজুর রহমানের ছেলে মশিউর তার স্ত্রী সাদিয়া জাহান তুলিকে (১৮) হত্যা করে। পর দিন ২৮ নভেম্বর নিহতের পিতা জামাতা মশিউর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর