মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুলিশকে টাকা না দেওয়ায় কারাগারে

বাউফল প্রতিনিধি

বাদী মামলার বিষয়ে কিছুই জানেন না। অথচ ওই মামলায় আসামি দেখিয়ে একজনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল থানায়। অভিযোগ উঠেছে, পুলিশের দাবি করা টাকা দিতে না পারায় নিরপরাধ টমটম-চালক ফরহাদ হোসেনকে (৩৫) জেলে পাঠানো হয়। ফরহাদের বাড়ি বাউফল উপজেলার দাশপাড়ায়।

জানা যায়, গত শনিবার বাউফল-বগা সড়কে টমটমের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারা যায় শামসুল আরেফিন নামে এক স্কুলছাত্র।  সে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। টমটমচালক ফরহাদের স্ত্রী শিল্পী বলেন, ‘তাকে (ফরহাদ) ছেড়ে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা দাবি করে পুলিশ। বাউফল থানার ওসি বলেন, ‘আরেফিনের মা মামলা করেছেন। কারো কাছে টাকা দাবি করা হয়নি’। নিহত ছাত্রের মা আফরোজা বলেন, এ ঘটনায় আমি কোনো মামলা করিনি। আমাদের কোনো অভিযোগও নেই। তবে পুলিশ লাশ হস্তান্তরের সময় সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিল।’

সর্বশেষ খবর