মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষক আন্দোলনে স্থগিত কুবির ভর্তি পরীক্ষা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আন্দোলনের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিপরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ভর্তিপরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তিপরীক্ষা কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনিবার্য কারণে ভর্তিপরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষা দিতে ৫৪ হাজার ৮০৯ শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।’

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগসহ ১৪ দফা দাবিতে গত ১৫ অক্টোবর থেকে আন্দোলনে রয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির আন্দোলনের কারণে গত ১৬ অক্টোবর থেকে উপাচার্য তার দপ্তরে যেতে পারছেন না। তখন থেকেই শিক্ষক সমিতি তার দপ্তরে তালা দিয়ে রেখেছে।

সর্বশেষ খবর