মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

৩৯ ঘের মালিকের বিরুদ্ধে মামলা

নবীনগরে নৌকাডুবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে পাগলা নদীতে মাছের ঘেরের কারণে নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৩৯ জন মাছের ঘের মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বীরগাঁও ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে রবিবার রাতে নবীনগর থানায় এ মামলা করেন।

জানা গেছে, বীরগাঁও ইউনিয়নের কৃষ্ণনগর, গৌরনগর ও থানাকান্দি মৌজায় ১নং খাস খতিয়ানের তিতাস নদীতে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই ডালপালা, বাঁশ ও কুচুরি পানা দিয়ে এলাকার একশ্রেণি প্রভাবশালী লোক মাছের ঘের তৈরি করে অবৈধভাবে ব্যবসা করছিল। যার কারণে নদীপথে নৌকা, লঞ্চ ও স্পিডবোর্ড চলাচলে বিঘ্নসহ মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। নৌকাডুবির ঘটনার পর জেলা ও উপজেলা প্রশাসন ওই ঘের মালিকদের ঘের সরানো জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল। ওই সময়ের মধ্যে ঘেরগুলো না সরানোর কারণেই প্রশাসন মামলা করেন বলে উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী জানান। 

সর্বশেষ খবর