রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশন ও বেতন-ভাতা প্রদানের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এদিকে কর্মবিরতির কারণে দুর্ভোগের শিকার হন পৌরসভায় জরুরি কাজে আসা সাধারণ মানুষ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—
বরিশাল : জেলার ছয় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে নিজ নিজ অফিস চত্বরে অবস্থান নেন। এ সময় বক্তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বগুড়া : বগুড়া পৌরসভা চত্বরে দিনব্যাপী কর্মসূচি পালনকালে আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন জাহাঙ্গীর আলম বিপ্লব, আল মেহেদী হাসান, ইমরোজ মুজিব, নজরুল ইসলাম। দিনাজপুর : কর্মবিরতি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, একেএম মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মজিবর রহমান বাচ্চু। ফেনী : জেলার পাঁচটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফেনী পৌরসভা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় আবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন পৌর অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। লক্ষ্মীপুর : পৌরসভা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় শামছুল আলম, আনোয়ার হোসেন, আতর আলী উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও : কর্মবিরতি চলাকালে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুর রহমান ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান বলেন, আমরা শতভাগ আশাবাদি প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি মেনে নেবেন।
ফরিদপুর : জেলার সব পৌরসভায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে প্রতিটি পৌরসভা চত্বরে সমাবেশ আয়োজন করা হয়। জয়পুরহাট : জয়পুরহাট পৌর কর্মচারী সংসদের উদ্যেগে আয়োজিত কর্মবিরতি চলাকালে অবস্থান কর্মসূচিতে অংশ নেন মাহমুদুল ইসলাম, আব্দুল করিম, তাজরুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু। নোয়াখালী : কর্মবিরতি পালনকালে পৌরসভার প্রধান ফটকসহ সবগুলো দপ্তরে তালা ঝুলতে দেখা যায়। সমাবেশে বক্তব্য রাখেন সুজিত বডুয়া, শ্যামল কুমার দত্ত প্রমুখ। কুষ্টিয়া : পৌরসভা গেটের সামনে সমাবেশ করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। গোলাম সরোয়ারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন একরামুল হক। তিনি তাদের দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। বাগেরহাট : বাগেরহাট, মোংলা ও মোরেলগঞ্জ পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। কর্মবিরতি চলাকালে রফিকুল ইসলাম মিঠু, রঞ্জন কান্তি গুহ, অজিত কুমার হালদার প্রমুখ বক্তৃতা করেন। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। একইভাবে কর্মসূচি পালন করা হয়েছে রাঙামাটি, শিবগঞ্জ, নাচোল ও রহনপুর পৌরসভায়। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জের আড়াইহাজার, পটুয়াখালীর কলাপাড়া, কক্সবাজারের টেকনাফ, পিরোজপুরের মঠবাড়িয়া, নীলফামারীর সৈয়দপুর, বরগুনার আমতলী ও মাদারীপুরের কালকিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।