সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, হাসপাতালে ভিড়

সিরাজগঞ্জ প্রতিনিধি

শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে সিরাজগঞ্জে শিশুদের মধ্যে দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত নানা রোগ। হাসপাতালের ইনডোর-আউটডোরে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ মিলছে না হাসপাতালে। কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত ওষুধ রয়েছে, মাঝেমধ্যে হয়তো দু-একটি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। দিনে গরম শেষ রাতের দিকে শীত অনুভব হচ্ছে। এ অবস্থায় শিশুদের জ্বর-কাঁশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত নানা রোগ দেখা দিচ্ছে। উদ্বিগ্ন অভিভাবকরা শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন। হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক শিশুর মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের শিশুবিষয়ক কনসালটেন্ট আমিনুর ইসলাম জানান, ঋতু পরিবর্তন হওয়ায় ভাইরাসজনিত কারণে শিশুরা নিউমোনিয়া-ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বর্তমানে স্বাভাবিকের চেয়ে তিনগুণ রোগী বেড়ে গেছে। জেনারেল হাসপাতালেই আইডডোরে প্রতিদিন দেড় থেকে দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। খালি গায়ে না রাখাসহ শিশুদের নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন তারা। সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকরামুজ্জামান জানান, ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগীর সেবা দেওয়া হচ্ছে। ওষুধের ঘাটতির বিষয়ে তিনি বলেন হয়তো দু-একটি ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

সর্বশেষ খবর