সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিল গতকাল শুরু হয়েছে। এই মাহফিলের প্রথম দিন শরিয়ত, দ্বিতীয় দিন মারেফত এবং শেষ দিনে মাদ্রাসা ও তরিকা সম্পর্কে বয়ান করা হয়। আগামী বুধবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে। উদ্বোধনী বয়ানে চরমোনাইর পীর আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, কোরআন-হাদিস অনুযায়ী চলার পথই হচ্ছে চরমোনাই দরবার শরিফের তরিকা। আখেরাত ছেড়ে দিয়ে যারা দুনিয়ার পেছনে দৌড়াবে তারা কুকুরের সমতুল্য। সব নিয়ামত আল্লাহর। যা ছাড়া এক মুহূর্তও চলা যাবে না। দুনিয়ার বাহাদুরি একেবারেই ফাঁকি। এই দুনিয়া আখেরাতের ফসল কামাই করার জায়গা। আখেরাতের জিন্দেগির সময়ের কোনো শেষ নেই।

সর্বশেষ খবর