সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
কেয়া চৌধুরীর ওপর হামলা

অভিযুক্তদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলে এমপি কেয়া চৌধুরীর ওপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্ট অবরোধ করা হয়েছে। গতকাল অবরোধ কর্মসূচি চলাকালে এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে ইউএনও এবং বাহুবল থানার ওসি গিয়ে হামলাকারীদের গ্রেফতারে এক সপ্তাহ সময় চাইলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় ‘সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির’ উদ্যোগে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচির আগে সমাবেশে ডা. আবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন আব্দুল মুছাব্বির শাহিন, আসকার আলী, হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার বেদে পল্লীতে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ব্যাপার ১৮ নভেম্বর রাতে মামলা করেন নারী ওয়ার্ড সদস্য পারভীন আক্তার। মামলায় বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ তিনজনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করা হয়।

সর্বশেষ খবর