সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বিএনপির ৫০০ নেতাকর্মীর আদালতে হাজিরা

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা, সহিংসতা, দ্রুত বিচার, পুলিশের কাজে বাধা প্রদান ও বিস্ফোরক মামলায় প্রায় ৫০০ নেতা-কর্মী আদালতে হাজিরা দিয়েছেন। রবিবার নারায়ণগঞ্জের বিভিন্ন আদালতে এসব মামলায় হাজিরা দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা কর্মীরা। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, গিয়াসউদ্দিন, কাজী মনিরুজ্জামান, মামুন মাহমুদ, এটিএম কামাল, দেলোয়ার হোসেন খোকন, নজরুল ইসলাম আজাদ, জুয়েল, সোহাগ, সালাহউদ্দিন দেওয়ান প্রমুখ। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাভারে চার লাশ

ঢাকার সাভারে শনিবার রাত ও রবিবার সকালে চার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে। এছাড়া আশুলিয়ার জামগড়ায় মৌসুমী বেগম নামে এক নারী, চারিগ্রামে একটি বাড়ি থেকে সাফিয়া আকতার নামে অপর এক নারী এবং জামগড়ার রূপায়ন আবাসন থেকে শাজাহান নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মৌসুমীর স্বামী আব্দুল মোতালেব, সাফিয়ার নিহতের ঘটনায় রাজ আহম্মেদ নামে একজনকে আটক করেছে পুলিশ। —সাভার প্রতিনিধি

বালু নদে ব্যবসায়ীর লাশ

নিখোঁজের ৫ দিন পর নিখোঁজ হওয়া চাল ব্যবসায়ী মাসুদ রানার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বালু নদের দক্ষিণ পাড়া ইস্টার্ন পেপার মিলের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে হেলেনা আক্তার নামে একজনকে আটক করেছে পুলিশ।

—রূপগঞ্জ প্রতিনিধি

কালিয়াকৈরে এনআরবি ব্যাংক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এনআরবি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় কে জেড টাওয়ারে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন। বক্তব্য রাখেন কে জেড টাওয়ারের মালিক মো. খালেকুজ্জামান পিন্টু, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোবারক হোসেন, সফিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিংকন, ব্যাংকের সফিপুর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শামসুল আলম তারিক প্রমুখ।

—কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর