শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাওরে বাঁধ মেরামতের কাজ শুরু হয়নি

ফের ফসলহানির আশঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি

নভেম্বর মাস চলে গেলেও হাওরাঞ্চলে এখনো বাঁধের কাজ শুরু না হওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ। নেত্রকোনার খালিয়াজুরী হাওরে ফসল রক্ষা বাঁধ অবিলম্বে মেরামতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করছে উপজেলাবাসী। এরই ধারাবাহিকতায় গতকাল খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের আর্তনাদ নামের একটি সংগঠন এ মানববন্ধন করে। মানববন্ধনে সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম, মির্জা ফকরুল ইসলাম, জাকির হোসেন মানিক, নাসির উদ্দিন প্রমুখ। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, সময়মত কাজ না করে গাফিলতি করে কাজ করে দুর্নীতি করার জন্য। ফলে কৃষকরা হয় ক্ষতিগ্রস্ত। আগের দুর্নীতিবাজদের এখনও আইনের আওতায় আনা হয়নি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত ডিসেম্বরের শুরুতেই কাজ শুরু করার দাবি জানান তারা।

তারা আরো বলেন, এবার নভেম্বর মাস চলে গেলেও বাঁধ নির্মাণে কোনো কার্যক্রম নেই। এই কাজ শেষ হতে হতে আবার পানি চলে আসলে এবারও ফসল হারাবো আমরা।

সর্বশেষ খবর