শিরোনাম
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শ্রমিকদের অধিকার নিশ্চিতে আইন সংশোধন করা হবে : মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

সরকার শ্রমিকদের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আরো আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মজিবুল হক। তিনি বলেন, শুধুমাত্র শ্রমিকরা যাতে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য ঢাকা ও নারায়ণগঞ্জে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান সরকার শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির ঘাগড়া এলাকায় শ্রম ও কল্যাণ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। এ সময় পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সেনা কল্যাণ সংস্থার ভারপাপ্ত চেয়ারম্যান কমোডর কামরুল হক, ব্রিগেডিয়ার জেনারেল নরুল আজিম, রাঙামাটি ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, শ্রম সচিব আফরোজা খান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, সেনা কল্যাণ সংস্থার ডিডিজি কর্নেল ফয়সাল, জেলা প্রশাসক মানজারুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর