শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নৌকায় মাছ ধরা জালের ভেতর থেকে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় নৌকা দুটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়নের খুংখারপাড়া ঘাট এলাকায় এই অভিযান চালায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল। —টেকনাফ প্রতিনিধি

দিনাজপুরে আঞ্চলিক ইজতেমা শুরু

দিনাজপুরে গোর-এ শহীদ বড় ময়দানে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা বৃহস্পতিবার বাদ যোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। ২ ডিসেম্বর দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। মাঠের চারপাশের প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। —দিনাজপুর প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

বামনা উপজেলায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় কাজে বাধা দেওয়ায় শিক্ষক মো. মঞ্জুরকে পাঁচ হাজার টাকা জরিমানা ও যুবলীগকর্মী পরিচয় দানকারী মাসুমকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

—বরগুনা প্রতিনিধি

দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার নবী হোসেন ডালু হত্যা মামলায় সোহেল ও জুয়েল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাড়িয়াছনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত নবীর হোসেন ডালু বাড়িয়াছনি এলাকার মৃত কিছমত আলী বেপারীর ছেলে। —রূপগঞ্জ  প্রতিনিধি

বন ও কৃষি জমি সুরক্ষায় সেমিনার

পটুয়াখালীর বাউফলে বৃহস্পতিবার বন ও কৃষি জমি সুরক্ষায়  রাষ্ট্র ও সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস-আরবান আয়োজিত উপজেলা কৃষি অধিদপ্তর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনার প্রধান অতিথি ছিলেন সারোয়ার জামান। স্বাগত বক্তব্য রাখেন, নাজিম উদ্দিন খান। আবদুল খালেকের উপস্থাপনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক সহিদুল ইসলাম।

—বাউফল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর