সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাক নিয়ে ভেঙে পড়ল দুটি সেতু

মুন্সীগঞ্জ ও ঠাকুরগাঁও প্রতিনিধি

ট্রাক নিয়ে ভেঙে পড়ল দুটি সেতু

ঠাকুরগাঁওয়ে বেইলি ব্রিজ ট্রাকসহ ভেঙে পড়ে ১০ ইউনিয়নের কয়েক লাখ মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে —বাংলাদেশ প্রতিদিন

মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক নিয়ে ভেঙে পড়েছে দুটি বেইলি সেতু। এতে চলাচলে ভোগান্তির শিকার হয়েছেন দুটি সেতু এলাকার হাজার হাজার মানুষ। জানা যায়, গত ৫ ডিসেম্বর ভোরে অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক সিরাজদিখানের রশুনীয়া ইউনিয়নের সেতুটি অতিক্রমকালে এটি ভেঙে পড়ে। এর পর থেকে জেলা শহরের সঙ্গে, টংগিবাড়ি ও সিরাজদিখান উপজেলাসহ বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ। ছয় দিনে সেতুটি মেরামত না হওয়ায় কর্মজীবী ও শিক্ষার্থীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

এদিকে ঠাকুরগাঁওয়ের সেনুয়া বেইলি ব্রিজটি ট্রাকসহ ভেঙে পড়ায় লক্ষাধিক মানুষের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরীজীবীসহ বিভিন্ন পেশার মানুষ। গত বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বাঁশের সাঁকো নির্মাণ করে দিলেও এলাকার কিছু যুবক পারাপারের নামে টাকা নিচ্ছে যা অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনুয়া বেইলি ব্রিজটি দীর্ঘদিন আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন এলজিইডি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে একটি কয়লা বোঝাই ট্রাক যাওয়ার চেষ্টা করলে একাংশ ভেঙে যায়।

সর্বশেষ খবর