সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাওরে সরছে না পানি হতাশ কৃষক

নেত্রকোনা প্রতিনিধি

বোরো আবাদের মৌসুমেও নেত্রকোনার হাওরগুলো থেকে পানি সরছে না। জেলার খালিয়াজুরী হাওরের বোরো আবাদ হয়ে পড়েছে অনিশ্চিত। এ অঞ্চলের বেশির ভাগ কৃষক সরকারের দেওয়া সার বীজসহ অন্যান্য কৃষি প্রণোদনা পেলেও জমিতে বীজই ফেলতে পারছেন না। এদিকে অনেক কৃষি কার্ডধারী প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগও রয়েছে। তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারিভাবে বিনা মূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ, সারসহ নগদ টাকা দেওয়া হচ্ছে। এতে গত বছরের সমান পরিমাণ জমিই আবাদ করা সম্ভব। পানি দ্রুত নামছে। ব্রি- ২৯ ধান বপনের সময় পার হয়ে গেলেও ব্রি-২৮ জাতের ধান বীজ বপনের সময় এখনও আছে। এই ব্রি-২৮ জাতের ধান মাত্র তিন মাসে ফলন হয়। তাই এ বছর ব্রি-২৮ জাতের ধান বেশি করে আবাদ করা হবে। অল্প সময়েই এবার ভালো ফসল পাওয়ার আশা ব্যক্ত করেছেন নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাশ চন্দ  পাল। কৃষক আবুল হোসেন জানান, কার্তিক মাসের শেষে জমি ভেসে উঠে। এতে বীজতলা ফেলা শেষ হয়ে যায় অগ্রাহায়ণের শুরুতেই। কিন্তু এবার পানিই নামছে না। অনেক জমির উপর দিয়ে এখনো নৌকা চলে। বীজের সময় চলে যাচ্ছে।  কৃষক স্বস্তি ধর বলেন, বীজ নিয়ে বাড়ি ফিরছি তা লাগাবো কবে? হাওরের বেড়িবাঁধের স্লুইসগেটগুলো খোলা হয় না সময়মত। তা ছাড়া  নদীগুলো খনন না করায় সমস্যা হচ্ছে।

সর্বশেষ খবর