সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

টানা বৃষ্টিতে আলু চাষীদের মাথায় হাত

ভোলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা ৩ দিনের বৃষ্টিতে ভোলায় আলু চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক হাজার হেক্টর জমির আলু বীজ নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার আলু চাষী মো: শরীফ হোসেন জুয়েল জানান, চলতি মৌমুমে বৃষ্টির কারণে আলু চাষের জমি প্রস্তুত করতে কিছুটা দেরিতে হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অধিকাংশ চাষী খেতে আলু বীজ বপন করেছেন। এখনো ভালভাবে চারা গজায়নি। এমন অবস্থায় টানা ৩ দিনের বৃষ্টিতে খেতে পানি জমে গিয়ে আলু বীজ নষ্ট হয়ে গেছে। চাষীরা জানান, লাখ লাখ টাকা খরচ করে আলু চাষীদের এখন মাথায় হাত। সদর উপজেলার গুপ্তমুন্সি কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন চন্দ্র দে জানান, তার এলাকায় প্রায় ৫০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে।  ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন জানান, আলুর পাশাপাশি শরিষা, ডাল, তরমুজসহ সদর উপজেলায় প্রায় ৩ হাজার হেক্টর জমির রবিশস্য নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

সর্বশেষ খবর