সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মেঘনা নদীতে অবৈধ ড্রেজিং বন্ধ করতে হবে : মায়া চৌধুরী

চাঁদপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে। এসব অবৈধ ড্রেজিং বন্ধ করতে প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার নদী রক্ষায় কয়েকশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের পকেটভারী করার জন্য ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নৌ-পুলিশ নদীর জন্য। কিন্তু আমার কাছে অভিযোগ আছে তারা ডাঙ্গায় বসে থাকে। তাদের বলবো, ড্রেজার জব্দ না করে মালিকদের আটক করেন। রবিবার ১০ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বৃষ্টির কারণ চাঁদপুরের সড়কগুলোর বেহাল দশা। অতিদ্রুত এগুলোকে মেরামত করে জনগণের ভোগান্তি কমিয়ে আনতে হবে।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।

সর্বশেষ খবর