সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হানাদার নৃশংসতার সাক্ষী এক কবর

পিরোজপুর প্রতিনিধি

১৯৭১ সালে পাক হানাদারদের নৃশংসতার কথা আজও মনে করিয়ে দেয় পিরোজপুরের স্বরূপকাঠি সাত শহীদের এক কবর। কবরটি যেন সে সময়ের পাক বাহিনীর নিষ্ঠুরতার নিদর্শন। জানা যায়, ৭১’র ১০ নভেম্বর রাতে তৎকালীন পিরোজপুর মহকুমার স্বরূপকাঠি থানার বরছাকাঠি গ্রামে পাকসেনা ও স্থানীয় দোসররা হানা দিয়ে একই বাড়ির সাতজনসহ ১৪ জনকে হত্যা করে। ওই সাতজনকে সমাহিত করা হয় একটি কবরে। এটি পরিচিত সাত শহীদের এক কবর নামে। এখানে যাদের সমাহিত করা হয়েছে তারা হলেন— সলেমান মিয়া, মুজাফফর মিয়া, মফেজউদ্দিন মিয়া, জয়নাল আবেদিন, অজিয়ার মিয়া, শাহ আলম মিয়া ও রফিজউদ্দিন মিয়া। এরা আপন চার ভাই ও তাদের তিন সন্তান। স্বাধীনতার এতো বছরেও যেমন সংরক্ষণ হয়নি কবরটি, তেমনি পরিবারের খোঁজ রাখেনি কেউ। শহীদ পরিবারের সদস্যরা জানান,  গণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেও কোনো এমপি বা মন্ত্রীর কাছ থেকে সহানুভূতি বা আর্থিক সাহায্য তারা পাননি।

সর্বশেষ খবর