সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় মুক্তিযোদ্ধার সহযোগিতায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করল প্রশাসন। শনিবার দিবাগত রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ এই বিয়ে বন্ধ করেন।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, কুড়িগ্রাম পুরাতন শহরের মরাকাটা গ্রামের এক রিকশা চালকের মেয়ে এবং জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তারের বিয়ে ঠিক হয় স্থানীয় এক দিনমজুরের সঙ্গে। অনিচ্ছা থাকার পরও দরিদ্র পিতার এ কাজে বাধাও দিতে পারছিল না লিমা। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ইউএনও আমিন আল পারভেজ কনের বাড়িতে যান। পরে মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সহযোগিতায় তিনি ওই বিয়ে বন্ধ করে দেন। এ সময় লিমার বাবা-মা মেয়েকে বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ খবর