সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রামে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রদান এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার কোটি টাকার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়ছে।

রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুত্ফর রহমান বাদী হয়ে গতকাল দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়ার আদালতে মামলা দায়ের করেন। বাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। আদালত বাদীর পক্ষে আইনজীবীদের বক্তব্য শোনার পর এজাহার গ্রহণের জন্য কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

মাহমুদুর রহমান গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক সম্পর্কে মিথ্যা ও মানহানিকর উক্তি করেন। এরই পরিপেক্ষিতে রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লুত্ফর রহমান এ মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর