সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সরাইলে ৩৮ ইটভাটার ৪ কোটি টাকার ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইল উপজেলার ৩৮টি ইটভাটা মালিকের মুখের হাসি কেড়ে নিয়েছে ২ দিনের বৃষ্টি। মালিকদের দেওয়া তথ্যমতে সরাইল উপজেলায় ৪ কোটি টাকারও অধিক ক্ষতি হয়ে গেছে। রবিবার সরজমিনে ঘুরে জানা যায়, অধিকাংশ ইটভাটায় প্রথম ধাপের ইট পুড়া হয়ে গেছে। চুলার ভেতর থেকে বের করার কাজ চলছে। আবার কিছু ভাটায় পুড়ার কাজ চলছে। অনেক ভাটায় কাঁচা ইটগুলো সাজিয়ে রেখেছেন চুলায় দেওয়ার জন্য। দ্বিতীয় ধাপের লাখ লাখ ইটাও প্রস্তুত হয়ে আছে বেশ কয়েকটি ভাটায়। আর এমন সময় কাঁচা ইটের অভিশাপ হয়ে আকাশ থেকে ঝড়ছে বৃষ্টি।

সর্বশেষ খবর