সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছাত্রী গণধর্ষণ মামলার সেই আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ছাত্রী সাদিয়া আক্তারকে গণধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল মেডিকেলে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। বরিশাল কারাগার থেকে সিরাজকে মেডিকেলে ভর্তি করা হয়েছিল। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ৮ ডিসেম্বর রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থাবস্থায় সিরাজকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ১০ ডিসেম্বর রাত  দেড়টায় তার মৃত্যু হয়। মৃত্যুর প্রতিবেদনে ‘শারিরীক নির্যাতন’ শব্দটি উল্লেখ রয়েছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। জানা যায়, গত ৩ ডিসেম্বর সিরাজুল ইসলামকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করে পুলিশ। ৪ ডিসেম্বর বরিশাল নেওয়া হয় এবং আদালতে সোপর্দ করা হয় ৫ ডিসেম্বর। একই দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ৮ ডিসেম্বর অসুস্থাবস্থায় কারাগার কর্তৃপক্ষ বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বরিশালের আইএইচটির ছাত্রী সাদিয়া আক্তারকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যার পর তার লাশ বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়।

সর্বশেষ খবর