সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দখলদারদের কবলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক

আল আমিন, সোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। অথচ সোনারগাঁ উপজেলার কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকান গড়ে উঠেছে। রয়েছে একটি রাজনৈতিক দলের কার্যালয়। স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে বিপণিবিতান। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ একাধিকবার উদ্যোগ নিলেও এসব জায়গা দখলমুক্ত করতে পারেনি । ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। সরজমিনে দেখা গেছে— কাঁচপুর, মদনপুর, কেওঢালা, দড়িকান্দি, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন স্পটে ফলের দোকান, কাপড়ের দোকান, খাবার হোটেল ও চা, পান, সিগারেটের টং দোকান অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। প্রভাবশালীরা এ সব দোকান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করছেন। মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে বিপণিবিতান। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কয়েক দফা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। তারপরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের (সওজের) উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান জানান, মহাসড়কে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে  সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সর্বশেষ খবর