সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নীত করা সম্ভব

—ইফতেখারুজ্জামান

গাজীপুর প্রতিনিধি

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমাদের দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ডাবল ডিজিটে উন্নীত করা সম্ভব। কঠিন হলেও দুর্নীতিরোধ অসম্ভব নয়। এজন্য অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হলে আগামী ১০ বছরের মধ্যে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো দেশ দুর্নীতিরোধ করতে পারেনি। দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে পারলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। দুর্নীতি হ্রাসের আরেকটি শক্তিশালী বিষয় হচ্ছে সামাজিক আন্দোলন গড়ে তোলা’। 

জেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অধ্যাপক আয়েশ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, মাহবুব আলম, মো. রাসেল শেখ।

সর্বশেষ খবর