বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— নাচোল উপজেলার সোনামসনা গ্রামের আবদুল আজিজ মোল্লার স্ত্রী আশিয়া (৬২) ও নওগাঁ সাপাহারের আলিমুদ্দীনের ছেলে হারুন-অর-রশীদ (৫০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। চট্টগ্রাম : সিটি করপোরেশনের (চসিক) বর্জ্যবাহী গাড়িচাপায় শুভ নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শুভ কুমিল্লা বুড়িচংয়ের সুমনের ছেলে। বগুড়া : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালুর দরগাহাট কালিয়ার পুকুর এলাকায় বাসচাপায় জিলুর রহমান (৭০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। জিলুর কাহালু উপজেলার বড়মহর শিমুলিয়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে গতকাল লরিচাপায় চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুঁই (১০) নিহত হয়েছে। জুঁই উপজেলার বাহাদুরখোলা গ্রামের হোসেন মিয়ার মেয়ে। নরসিংদী : ভেলানগর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডে গতকাল শিক্ষার্থী বহনকারী রিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি লেগুনা। এতে রিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় এক স্কুলছাত্র। নিহত রাসেল ভেলানগর মহল্লার আনোয়ার মিয়ার ছেলে।

সর্বশেষ খবর